ঢাকা, ০৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৫

ইউরো : শুক্রবার শুরু শেষ আটের লড়াই 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৬ ১ জুলাই ২০২১  

আগামীকাল শুক্রবার রাত ১০টায় সুইজারল্যান্ড বনাম স্পেনের ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে। 
কোয়ার্টার ফাইনালে দর্শকদের নজর কাড়বে বেলজিয়াম বনাম ইতালির ম্যাচ। চলতি আসরের দুই হট ফেভারিটদের লড়াই হবে একই দিন রাত ১টায়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। এবারের আসরে অন্যতম ফেভারিট হয়েও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে বাদ পড়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো তারকা সমৃদ্ধ দলগুলো। এবার শুরু হচ্ছে শেষ আটের মহারণ।


কোয়ার্টার-ফাইনাল সূচি


 
সুইজারল্যান্ড বনাম স্পেন
(২ জুলাই, রাত ১০টা পিটার্সবার্গ)

বেলজিয়াম বনাম ইতালি
(২ জুলাই, রাত ১টা মিউনিখ)

চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক
(৩ জুলাই, রাত ১০টা বাকু)

ইউক্রেন বনাম ইংল্যান্ড
(৩ জুলাই, রাত ১টা রোম)

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর